প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ফরিদপুর
সিটিজেন চার্টার
ক্রমিক নং
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারীর নাম ও পদবী
|
কক্ষ নম্বর
|
সেবার নাম ও ধরণ
|
অফিসের ই-মেইল
|
---|---|---|---|---|
০১.
|
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা |
১০২
|
০১. সার্বিক অফিস পরিচালনার দায়িত্ব (অভিযোগ বক্স, থেরাপি ভ্যান কার্যক্রম ও অন্যান্য)।
০২. প্রতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলা তদারকি, কতৃপক্ষের নির্দেশনা তদারকি।
০৩. সহায়ক উপকরণ বিতরন (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)।
|
faridpurpsosk@gmail.com
|
০২.
|
কনসালট্যান্ট (ফিচিওথেরাপি) |
১০৩
|
০১. প্রতিবন্ধী ব্যাক্তি ও প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা ব্যক্তির প্রতিবন্ধীতার ধরন নির্ণয় ও রোগ নির্ণয়।
০২. চিকিৎসা সংক্রান্ত সার্বিক সমন্বয় সাধন ও তত্বাবধান।
০৩. কাউনসেলিং।
০৪. রেফারেল সেবা।
০৫. সহায়ক উপকরণ নির্ধারণ।
০৬. অফিস পরিচালনায় সহযোগিতা ও কতৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন।
|
|
০৩.
|
ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট |
১০৭
|
০১. আগত রোগীদের এসেসমেন্ট, চিকিৎসাপত্র অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা প্রদান নিশ্চিতকরণ।
০২. ফলোআপ পরামর্শ বাস্তবায়ন।
|
|
০৪.
|
ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট |
১০৫
|
০১. অকুপেশনাল থেরাপি বিষয়ক সেবা প্রদান ও যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি।
|
|
০৫.
|
ক্লিনিক্যাল স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট |
১০৫
|
০১. স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি বিষয়ক সেবা প্রদান। |
|
০৬.
|
থেরাপি সহকারী |
১০৪
|
০১. কনসালট্যান্ট ( ফিজিওথেরাপি) কতৃক চিকিৎসাপত্র অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান ও নিশ্চিতকরণ। |
|
০৭.
|
টেকনিশিয়ান-১ |
১০৫
|
০১. শ্রবণ শক্তির মাত্রা নির্ণয়। |
|
০৮.
|
টেকনিশিয়ান-২ |
১০৫
|
০১. দৃষ্টি শক্তির পরিমাপ ও মাত্রা নির্ণয়। |
|
০৯.
|
অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক |
১০১
|
০১. আগত রোগী এবং সহায়ক উপকরণ প্রাপ্তি ও বিতরণের তথ্য উপাত্ত সংবক্ষণ এবং অফিসের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক সহযোগিতা প্রদান। |
|
১০.
|
স্টাফ/ অফিস সহায়ক |
|
০১. আগত রোগীদের তথ্য উপাত্ত লিপিবদ্ধকরণ।
০২. কেন্দ্রর তথ্য সংরক্ষণে এবং অনুসন্ধানীয় তথ্য প্রদান। ০৩. সর্বোচ্চ স্বাস্থবিধি, শৃঙ্খলা ও সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সহযোগীতা নিশ্চিতকরণ। |
|
১১.
|
গার্ড |
|
০১. অফিসের সকল মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল এর নিরাপত্তা নিশ্চিতকরণ। |
|
সম্পূর্ন বিনামূল্যে সেবা পেতে করনীয়
|
সহায়ক উপকরণ প্রাপ্তির জন্য
|
---|---|
০১. পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি।
০২. ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধনের ফটোকপি। ০৩. প্রতিবন্ধী রোগীর জন্য সূবর্ণ নাগরিকের আইডি কার্ড/ প্রতিবন্ধী সনদের ফটোকপি। ০৩. রোগীের মোবাইল নম্বর। |
০১. থ্রী-আর (3R) সাইজের ছবি ১ কপি।
০২. ভোটার অঅইডি কার্ড/ জন্ম নিবন্ধনের ফটোকপি। ০৩. প্রতিবন্ধী রোগীর জন্য সূবর্ণ নাগরিকের আইডি কার্ড/ প্রতিবন্ধী সনদের ফটোকপি। ০৪. কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) কতৃক প্রেসক্রিপশনের ফটোকপি। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস