Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ফরিদপুর

সিটিজেন চার্টার 

ক্রমিক নং
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারীর নাম ও পদবী
কক্ষ নম্বর
 সেবার নাম ও ধরণ
অফিসের ই-মেইল
০১.
প্রতিবন্ধী  বিষয়ক কর্মকর্তা
১০২
০১. সার্বিক অফিস পরিচালনার দায়িত্ব (অভিযোগ বক্স, থেরাপি ভ্যান কার্যক্রম ও অন্যান্য)।
০২. প্রতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলা তদারকি, কতৃপক্ষের নির্দেশনা তদারকি।
০৩. সহায়ক উপকরণ বিতরন (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)।
faridpurpsosk@gmail.com
০২.
কনসালট্যান্ট (ফিচিওথেরাপি)
১০৩
০১. প্রতিবন্ধী ব্যাক্তি ও প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা ব্যক্তির প্রতিবন্ধীতার ধরন নির্ণয় ও রোগ নির্ণয়।
০২. চিকিৎসা সংক্রান্ত সার্বিক সমন্বয় সাধন ও তত্বাবধান।
০৩. কাউনসেলিং।
০৪. রেফারেল সেবা।
০৫. সহায়ক উপকরণ নির্ধারণ।
০৬. অফিস পরিচালনায় সহযোগিতা ও কতৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন।

০৩.
ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট
১০৭
০১. আগত রোগীদের এসেসমেন্ট, চিকিৎসাপত্র অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা প্রদান নিশ্চিতকরণ।
০২. ফলোআপ পরামর্শ বাস্তবায়ন।
 
০৪.
ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট
১০৫
০১. অকুপেশনাল থেরাপি বিষয়ক সেবা প্রদান ও যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি।

০৫.
ক্লিনিক্যাল স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট
১০৫
০১. স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি বিষয়ক সেবা প্রদান।
০৬.
থেরাপি সহকারী
১০৪
০১. কনসালট্যান্ট ( ফিজিওথেরাপি) কতৃক চিকিৎসাপত্র অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান ও নিশ্চিতকরণ।
০৭.
টেকনিশিয়ান-১
১০৫
০১. শ্রবণ শক্তির মাত্রা নির্ণয়।
০৮.
টেকনিশিয়ান-২
১০৫
০১. দৃষ্টি শক্তির পরিমাপ ও মাত্রা নির্ণয়।
০৯.
অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
১০১
০১. আগত রোগী এবং সহায়ক উপকরণ প্রাপ্তি ও বিতরণের তথ্য উপাত্ত সংবক্ষণ এবং অফিসের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক সহযোগিতা প্রদান। 
১০.
স্টাফ/ অফিস সহায়ক
০১. আগত রোগীদের তথ্য উপাত্ত ‍লিপিবদ্ধকরণ।
০২. কেন্দ্রর তথ্য সংরক্ষণে এবং অনুসন্ধানীয় তথ্য প্রদান।
০৩.  সর্বোচ্চ স্বাস্থবিধি, শৃঙ্খলা ও সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সহযোগীতা নিশ্চিতকরণ।

১১.
গার্ড
০১. অফিসের সকল মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল এর নিরাপত্তা নিশ্চিতকরণ। 


সম্পূর্ন বিনামূল্যে সেবা পেতে করনীয়
সহায়ক উপকরণ প্রাপ্তির জন্য
০১. পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি।
০২. ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধনের ফটোকপি।
০৩. প্রতিবন্ধী রোগীর জন্য সূবর্ণ নাগরিকের আইডি কার্ড/ প্রতিবন্ধী সনদের ফটোকপি।
০৩. রোগীের মোবাইল নম্বর।
০১. থ্রী-আর (3R) সাইজের ছবি ১ কপি।
০২. ভোটার অঅইডি কার্ড/ জন্ম নিবন্ধনের ফটোকপি।
০৩. প্রতিবন্ধী রোগীর জন্য সূবর্ণ নাগরিকের আইডি কার্ড/ প্রতিবন্ধী সনদের ফটোকপি।
০৪. কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) কতৃক প্রেসক্রিপশনের ফটোকপি।